কোম্পানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে জফির মিয়া (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্নি পূর্বপাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাইটেক পার্কে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন জফির মিয়া। হঠাৎ ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এ সময় অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।