কোম্পানীগঞ্জ প্রতিনিধি : এসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এওয়ার্ড) এর আয়োজনে ও নরওয়ে সরকারের সহযোগিতায় এওয়ার্ড এক্সচেঞ্জ প্রকল্পের এডভোকেসি সভা আজ বুধবার (২২ মার্চ) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীর সভাপতিত্বে ও প্রোজেক্ট অফিসার সৈয়দ ছালেম হোসেনের সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন এওয়ার্ডের প্রোগ্রাম কোর্ডিনেটর ফারুক আহমদ, মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার জ্যোতি দেবী।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক মেম্বার আব্দুল জলিল, উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল হাছিব, মেম্বার লিটন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, এওয়ার্ডের পাড়ুয়া অফিসের ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার খোকন চন্দ্র সরকার, আশকুর রহমান ও ৯টি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তারা।