সোমবার , ৮ মে ২০২৩, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় পোষা হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের

মৌলভীবাজার প্রতিনিধি:
মে ৮, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মাহুত রাসেল মিয়া (৪০) পোষা হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। সে ঐ গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। রাসেলের সংগে থাকা চিনু মিয়া নামে হাতির অপর মাহুত জানায়, তারা জুড়ি উপজেলার চুংগাবাড়ি এলাকায় রবিবার বিকালে বাঁশ মহালে কাজ করছিলেন। এই সময় রাসেলের হাতিটি তাকে আক্রমণ করে। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সুরহতাল শেষে মৃত দেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।#

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।