সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার ব্যবসায়ী শিহাব উদ্দিন (৪২) হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার নিহতের স্ত্রী হেপী বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
নিহত শিহাব উদ্দিন ওই ইউনিয়নের খালপার পশ্চিম মহল্লা গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এছাড়া তিনি জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা।
মামলায় একই গ্রামের ইসলাম উদ্দিন @ বগলাই এর চার ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯), যুবলীগ নেতা শিব্বির আহমদ (২৭) ও মৃত আনফর আলীর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান (৪৮) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে কানাইঘাট উপজেলার স্থানীয় খালপার সমিল সংলগ্ন স্থানে গাড়ী থেকে ইট আনলোড করাচ্ছিলেন শিহাব। এসময় হঠাৎ করেই ৪/৫ জন অজ্ঞাত যুবক তাকে উপর্যুপরী আক্রমণ করলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্ত শেষে বুধবার রাত ৯ টায় নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯ টায় জানাজা শেষে দাফন করা হবে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখছি।