সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নয়া অধ্যক্ষ হয়েছেন মেডিকেলের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী ও উপাধ্যক্ষ হয়েছেন ওই মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা ডা: শিশির চক্রবর্তী ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছাড়াও এ কলেজের মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। প্রায় তিন সপ্তাহ আগে ওসমানী হাসপাতালের অধ্যক্ষ ময়নুল হক অবসরে গেলে এ পদ শুন্য হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।