বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:০৮

ওসমানীনগরে স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, কথিত প্রেমিক পুলিশ হেফাজতে

ডেস্ক রিপোর্ট
মার্চ ৯, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে দিপা রানী সিংহ (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত দিপার কথিত প্রেমিক বালাগঞ্জ উপজেলার মধ্যবাজারের প্রান্ত বস্ত্রালয়ের কর্মচারী ইমনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে উপজেলার তাজপুর বাজারে স্কুল রোডে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের নির্মাণাধীন একতলা ভবনের ছাদে লাশটি পাওয়া যায়। নিহত দিপা কুমিল্লা জেলার বরুড়া থানার তলা গ্রামের পীযুষ সিংহের মেয়ে ও তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। দিপা পরিবারের সাথে দীর্ঘ দুই বছর ধরে ওই বহুতল ভবনের চারতলায় বসবাস করছে।

পুলিশ ও নিহততের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতের খাবের খেয়ে পিতা পীযুষ সিংহের সাথে একই কক্ষে ঘুমিয়ে পরে দিপা সিংহ। ভোর ৫টার দিকে পিতা পীযুষ ঘুম থেকে জেগে দেখেন মেয়ে পাশে নেই। ঘরের সদর দরজা কলাপসেবল গেইট খুলা মা ও বড় ভাইয়ের মোবাইল এবং ঘরের চাবি নির্দিষ্ট স্থানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একই ভবনের পাশের একতলা নির্মাণাধীন একটি ভবনে দিপার রক্তাক্ত লাশ খুজে পান তার পরিবার। পরিবারের লোকজন দিপাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সুরতহালে দেখা গেছে নিহত দিপার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন, পিটের কিছু অংশ তেতলানো। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যকান্ড। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবেদর জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দিপা সিংহ প্রতিদিন বিদ্যালয়ে যাবার কথা বলে বাসা থেকে বের হলেও প্রায় দিন বিদ্যালয় ফাঁকি দিয়ে কথিপয় বন্ধবীদের নিয়ে তার কথিত প্রেমিক ইমনের সাথে দেখা করত। বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে বেশীর ভাগ দিনই সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। চলতি মার্চ মাসে মাত্র এক দিন বিদ্যালয়ে উপস্থিত ছিল দিপা।

নিহত দিপার মামী বিথিকা দে জানান, গত এক সপ্তাহ পূর্বে দিপাদের বাসা থেকে আমার স্মার্ট ফোনটি খোয়া যায়। দিপা মারা যাওয়ার বিষয়টি জানার পর বালাগঞ্জ থেকে তাদের বাসায় আসার পূর্বে জানতে পারি দিপা ইমন নামের একটি ছেলের সাথে প্রেমেরে সম্পর্ক রয়েছে। একাধিকবার দিপা বালাগঞ্জে গিয়ে ইমনের সাথে দেখা করেছে। এছাড়াও বালাগঞ্জের আরেকটি ছেলেও নাকি দিপাকে পছন্দ করে এনিয়ে ইমন ও সেই ছেলেটির মধ্যে দিপাকে নিয়ে ঝগড়ারও হয়েছে।

নিহত দিপার মা শিল্পী রানী সিংহ জানান, দিপা মারা যাবার পর জানতে পারি দিপার সাথে একটি ছেলে প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার জানতে পারি আমাদের দিপা স্কুলে দীর্ঘ দিন অনুপস্থিত। কেন এমটি হচ্ছে দিপার সাথে অনেক কথা বলেও তার নিকট থেকে কিছু জানতে পারিনি। সে স্বাভাবিক ছিল। ঘটনার সাথে জড়িতদের শাস্তি চাই।

অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি আমার পর্যবেক্ষণ করছি। আশা করি ঘটনার রহস্য উদঘাটন করতে পারব।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, পিবিআইয়ের পুলিশ সুপার খালেদুজ্জামান, ক্রাইমসিনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম মিয়া, অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান, ডিবির ওসি ইকতিয়ার উদ্দিন, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন সহ সিআইডির টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।