রবিবার , ১৬ এপ্রিল ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ‘ভূয়া’ সাংবাদিক আটক

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৬, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে কাওসার আহমেদ (৩০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ একটি ভাঙ্গারির দোকান থেকে তাকে আটক করা হয়।

কাওসার আহমেদ হচ্ছেন উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে।

একাধিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাওসার গোয়ালাবাজারস্থ রুবেল এন্টারপ্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও করে এবং নিজেকে ইনফো টিভির সাংবাদিক পরিচয় দেয়। তখন দোকান মালিক রুবেলের সন্দেহ হলে তিনি কাওসারকে চ্যালেঞ্জ করলে কাওসার কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহ আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ভাঙ্গারী দোকানে গিয়ে সাংবাদিক পরিচয়দানকারী কাওসারকে জিজ্ঞাসাবাদ করে প্রতারক বলে সন্দেহ হলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাইন উদ্দিন ভূয়া সাংবাদিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভূয়া সাংবাদিক কাওসারের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।