সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতু মেম্বারের উপর যুবলীগ-ছাত্রলীগের হামলার দাবি করে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
রবিবার উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি সাক্ষরিত এক বিবৃতিতে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ,সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম ,যুগ্ন সম্পাদক কয়েছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমিরসহ ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যুবলীগ-ছাত্রলীগের এ ধরনের কর্মকান্ডে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। সেই সাথে অবিলম্বে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতু মেম্বারের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি জিতু আহমদ