পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি সংক্ষিপ্ত সফরে আগামী ১৪ মে রোববার সিলেট আসছেন। এ দিন দুপুর সোয়া ১২টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। বিকেল ৩টায় নগরীর দরগাগেইটস্থ সোলেমান হলে বরেণ্য অর্থনীতিবীদ, লেখক, গষেক, সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মরণ সভায় যোগদান করবেন। রাত ৮টা ২০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।