সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৪১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব কাল

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবারের ন্যায় এবারো সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে (এমসি) মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আয়োজিত হতে যাচ্ছে মোহনা বসন্ত উৎসব।

আগামীকাল ১লা ফাল্গুনে (১৪ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রারা মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও ‘মোহনা বসন্ত উৎসব-১৪২৯’ শুরু হবে। বসন্তকে বরণ করে নিতে দিনব্যাপী নানান আয়োজনে পহেলা ফাল্গুন উদযাপন করবে মোহনা সাংস্কৃতিক সংগঠন।

বসন্ত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক আশরাফুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানী চৌধুরী।

এমসি কলেজ প্রাঙ্গণে সকাল দশটায় শুরু হওয়া বসন্ত উৎসবটি চলবে দিনব্যাপী।

প্রতিবারের মতো কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের সংস্কৃতিপ্রেমীদের মোহনা বসন্ত উৎসবটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোহনা সাংস্কৃতিক সংগঠন সভাপতি পল্লবী দাস মৌ ও সাধারণ সম্পাদক শাহ্‌ রাকিবুল হাসান রাফি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।