সোমবার , ১৫ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪০

এমসি কলেজে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

সিলেটের সকাল রিপোর্ট
মে ১৫, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এমসি কলেজ প্রতিনিধি : এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজের অডিটোরিয়ামে সিলেট মহানগর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আদর্শিক ছাত্রনেতাকে নির্বাচিত করলে ছাত্রলীগ কখনো পথ হারাবে না। বাংলাদেশ ছাত্রলীগকে অনেকবার চেষ্টা করেও ক্ষতিগ্রস্ত করা যায় নি। যারা ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে কাজ করে, তাদেরই ছাত্রলীগের নেতৃত্ব দেয়া হয়। ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীর অধিকার আদায়ে সবসময় কাজ করে। এই এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ থেকেই জেলা পর্যায়ে ছাত্র রাজনীতি করে আজ জাতীয় পর্যায়ে রাজনীতি করার সুযোগ পেয়েছি। এই এমসি কলেজ ও সরকারি কলেজের ছাত্র রাজনীতির ইতিহাস পুরনো। এখান থেকেই রাজনীতি করে অনেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।

শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, দেশে এখনো অনেক নিরক্ষর লোক রয়েছেন। তারা সরকারের উন্নয়নের খবর পত্রপত্রিকা, মিডিয়ার ব্যবহার করতে না পারায় জানতে পারতেছে না৷ নিরক্ষরতা দূরীকরণে ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগ সবসময় এদেশের ছাত্র ও জনসাধারণের কল্যাণে কাজ করে।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নাঈম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামীলীগের সদস্য মুক্তার খান ও জুমাদীন আহমেদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

শেষে এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশী প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জীবন বৃত্তান্ত জমা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।