সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগের সদ্য সমাপ্ত মাস্টার্সের শেষ পর্বের (পরীক্ষা-২০২০, শিক্ষাবর্ষ ২০১৯-২০) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীদের ভাইভা পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১৮ই মে) বিভাগীয় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের মূল রেজি. কার্ড ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষা বিষয়ক প্রস্তুতিমূলক ক্লাস আগামী ১৭ মে ২০২৩ খ্রি. বুধবার সকাল ০৯.০০ টায় বিভাগীয় শ্রেণি কক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
এছাড়াও ১৭ মে প্রস্তুতিমূলক ক্লাসে অংশগ্রহণের আগে অবশ্যই সেমিনারের ও লাইব্রেরীর পাওনা বই ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।