বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১৪
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের নতুন উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন

লবীব আহমদ
অক্টোবর ১০, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আকমল হোসেন। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। প্রফেসর মো. আকমল হোসেন এমসি কলেজে পড়ালেখাও করেছেন এবং শিক্ষকতাকালীন সময়ে ডিপার্টমেন্টের পাশাপাশি কলেজের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর মো. আকমল হোসেন অষ্টাদশ বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এমসি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৯৭ সালে তিনি কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি অষ্টাদশ বিসিএসের কর্মকর্তা হিসেবে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে ২০০১ সালের শুরুর দিকে সুনামগঞ্জ সরকারি কলেজ ও শেষদিকে এমসি কলেজে শিক্ষকতা শুরু করেন। ২০০৮ সালে এমসি কলেজ থেকে বিয়ানীবাজার সরকারি কলেজে বদলী হন। সেখান থেকে ২০১৬ সালে মৌলভীবাজার সরকারি কলেজে বদলী হয়ে ২০২১ সালে পুনরায় এমসি কলেজে আসেন সহযোগী অধ্যাপক হিসেবে। তিনি ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি গত ২৩ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর অর্থনীতির উপর প্রকাশিত ৫ টি গ্রন্থ রয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করে প্রফেসর মো. আকমল হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত। উপাধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ার সাথে সাথে আমার ওপর বিরাট একটা দায়িত্ব এসে পড়েছে। আমার ওপর অর্পিত এই দায়িত্ব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

গত ২৪ মে এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ (৫৬) ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর থেকে কলেজের উপাধ্যক্ষ পদটি শূন্য হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।