#ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন
মার্কিন সতর্কতা উপেক্ষা করে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি কূটনৈতিক বার্তা পাঠাচ্ছে। যার অর্থ হলো, ইরান আরও শক্তিশালী ওয়ারহেড ও অন্যান্য অস্ত্র দিয়ে ইসরায়েলে জটিল ও ভয়াবহ হামলার পরিকল্পনা করছে।
ইরান ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তা ওয়ালস্ট্রিট জার্নালকে এই তথ্য জানিয়েছেন।
তবে দেখার বিষয় হলো—ইরানের হুমকি বাস্তব নাকি, কেবলই ‘কঠোর কথাবার্তা।’ ইসরায়েলের দাবি, তারা গত ২৬ অক্টোবর ইরানে যে বিমান হামলা চালিয়েছিল তা ইরানের কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে। এই বিষয়টি সত্য হলে তা ইরানকে ব্যাপকভাবে অরক্ষিত করে তুলেছে এবং দেশটি যদি ফের ইসরায়েলে হামলা চালানোর চেষ্টা করে তবে তারা ব্যাপক ঝুঁকির মধ্যে থাকবে।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইরানের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়া কেমন হবে সেই বিষয়টি নির্ভর করছে তেহরানের হামলার আকার, প্রকৃতি ও কার্যকারিতার ওপর। ইসরায়েল এখনো ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়নি। তবে, ইরান নতুন করে হামলা চালালে আগামী দিনে ইসরায়েল ইরানের এসব স্থাপনায় হামলা চালাবে না তা নিশ্চিত করে বলা যাবে না।
ইরানি এবং আরব কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান আরব দেশগুলোকে জানিয়েছে, ইসরায়েলে সম্ভাব্য হামলার ক্ষেত্রে দেশটির সশস্ত্রবাহিনীই জড়িত থাকবে। কারণ, ইসরায়েলি হামলা ইরানের চার সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সেনাবাহিনীকে জড়িত করার মানে এই নয় যে, কেবল তারাই ইসরায়েলে হামলার বিষয়টি পরিচালনা করবে। বরং, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও দেশটির সশস্ত্রবাহিনী যৌথভাবে এই কাজ পরিচালনা করবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার তেহরানে এক সমাবেশে বলেন, ইরান ইসরায়েলকে ‘দাঁত ভাঙা জবাব’ দেবে। এক মিসরীয় কর্মকর্তা বলেছেন, ইরান গোপনে ইসরায়েলকে ‘ভয়াবহ ও জটিল’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।