মঙ্গলবার , ৯ মে ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
মে ৯, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেফতার করে রেঞ্জার্স। এই খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ডন ও জিও নিউজ।

একটি শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন ইমরান।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন।

প্রধান বিচারপতি আমের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হন, তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব করবেন। তিনি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’

সূত্র: ডন, জিও

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।