রবিবার , ৯ এপ্রিল ২০২৩, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০২
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৯, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙ্গে ইউরোপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন পিএসজি সুপার স্টার লিও মেসি।

লিগ ওয়ানে নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এ জয়ের দিনে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এতে ইউরোপের ক্লাব ফুটবলে যেটি মেসির ৭০২তম গোল। আর গোলেই রোনালদোকে পেছনে ফেললেন মেসি।

২০০৫ সালে অভিষেকের পর বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন মেসি। পিএসজির জার্সিতে করেছেন ৩০ গোল। সব মিলিয়ে ৭০২টি গোল করতে তার ১৮ বছরে খেলতে হয়েছে ৮৪১ ম্যাচ। অন্যদিকে ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।