রবিবার , ৭ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫২
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যান ও স্বাস্থ্য কর্মকর্তার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

আনহার বিন সাইদ
মে ৭, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ ৭ মে ২০২৩ ইং রবিবার উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান,দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেব নাথ ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন সুমন এর সাথে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পরিষদের চেয়ারম্যান, সচিব ও স্বাস্থ্য কর্মকর্তার হাতে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি তালিকা তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উপজেলার চলমান বিভিন্ন ঘটনা, সামাজিক আচার অনুষ্ঠান ও সরকারি দপ্তরের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে সমন্বয় সাধন সংক্রান্ত আলোচনা ও মত বিনিময় করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে।
সাংবাদিকদের সাথে আলাপ কালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন; আমি হাসপাতালে যোগদানের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানকে সাধারণ মানুষের সেবার প্রাথমিক আশ্রয় স্থল ও ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি। আগের চেয়ে বর্তমানে সেবার মান অনেক উন্নত। সরকারি এই প্রতিষ্ঠানে যে কেউ এখন চিকিৎসা সেবার জন্য আসতে পারেন। আমরা অন্যান্য সেবার পাশাপাশি অচিরেই সিজারের ব্যবস্থা চালু করতে সক্ষম হব এবং উপজেলা বাসী এর সুফল ভোগ করতে পারবেন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ  উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক এস.পি সেবু, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য শেখ ছালেক উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।