শুক্রবার , ৫ মে ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:০২
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরা হলো না রেণু বেগমের

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরা হলো না রেণু বেগমের। হবিগঞ্জের সদর উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় রেণু বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। রেণু বেগম রিচি গ্রামের মৃত রমিজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আত্মীয়কে দেখে বাড়িতে ফিরছিলেন রেণু বেগম। এ সময় হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মোটরসাইকেল রিচি এলাকায় রেণু বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা মোটরসাইকেল ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।