অবৈধভাবে ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২৩ বাংলাদেশি আটক করেছে স্থানীয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদেরকে রোমানিয়া সীমান্ত থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকে করে তোশক নিয়ে যাওয়া হচ্ছিল। সেটি দেখে পুলিশের সন্দেহ হলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল। তল্লাশির সময় তোশকের ভেতর থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
আরাদ সীমান্ত পুলিশ বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
